তারাকান্দায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-28 17:15:50

ময়মনসিংহের তারাকান্দায় ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে ।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার কাকনী ও বানিহালা ইউনিয়নের চার গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে হঠাৎ করে ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঝড়ের তাণ্ডবে কাকনী ইউনিয়নের কাকনী, পানিহরী, তেউড়কান্দি ও বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের শতাধিক কাঁচাপাকা বাড়ি বিধ্বস্ত হয়। উড়ে যায় গাছপালা। ক্ষতি হয় আবাদি ফসলের।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান রিপন বলেন, ঝড়ের তাণ্ডবে আমার ইউনিয়নের তিন গ্রামে অনেক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। অনেকের গৃহপালিত পশু-পাখি মারা গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর