করোনা গোপন রেখে দ্বিতীয় টেস্ট করাতে হাসপাতালে যুবক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-29 20:21:21

নমুনা পরীক্ষার পর মোবাইলে করোনাভাইরাস পজিটিভ জেনে গত ২৮ এপ্রিল ঢাকা থেকে পালিয়ে রাজশাহীর পবায় নিজ বাড়িতে চলে আসেন এক যুবক (২০)। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানাননি তিনি। ঘুরে বেড়িয়েছে বাড়ির বাইরেও।

করোনা আক্রান্ত হওয়ার ১৬ দিন পর গত বৃহস্পতিবার (১৪ মে) অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। চিকিৎসকদের জানান, তিনি করোনা পজিটিভ ছিলেন। ঢাকা থেকে বাড়িতে এসেছেন। দ্বিতীয় দফায় টেস্ট করে দেখতে চান- এখনও পজিটিভ নাকি নেগেটিভ!

যুবকের এমন ঘটনায় হতবাক চিকিৎসকরা। এ নিয়ে এলাকায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন তার সংস্পর্শে আসা মানুষ। বিষয়টি জানার পর ওই যুবক ও তার বাবা-মাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তার বাড়ি ও আশেপাশের আরও কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

আক্রান্ত ওই যুবকের বাড়ি পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার বাবাও ঢাকা থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে। তিনিও বাইরে বাজারে বাজারে ঘুরছেন।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বশরী বার্তা২৪.কম-কে বলেন, ‘গত বৃহস্পতিবার আক্রান্ত যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি আমাদের জানান- ঢাকায় করোনা পজিটিভ হওয়ায় তিনি পালিয়ে রাজশাহী এসেছেন। ১৬ দিন তিনি কাউকে কিছু বলেননি। বাড়ির লোকজনকেও না। এখন তিনি করোনামুক্ত হলেন কী না সেটা টেস্ট করাতে চান।’

তিনি বলেন, ‘আমরা ‍যুবকের কথায় কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেছিলাম। কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পরে দ্রুত তাকে এবং তার পরিবারের সদস্যদের হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়। তাদের সকলের নমুনা সংগ্রহ করে টেস্ট করতে পাঠানো হয়েছে।’

দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান রাজ বলেন, ‘শুনেছি ওই যুবক ঢাকা থেকে আসার পর বাড়ি থেকে খুব বেশি বের হননি। তার বাবা ঢাকা থেকে এসেছেন এবং এলাকার বাজারে নিয়মিত ঘুরেছেন। তার সঙ্গে যারা মিশেছেন তাদের চিহ্নিত করে বাড়ি লকডাউন করা হচ্ছে।’

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘ওই এলাকার বাড়িগুলো লকডাউন করা হচ্ছে। আর যারা তার সংস্পর্শে এসে সংক্রমিত হতে পারেন, তাদের নমুনা পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর