গোপালগঞ্জে প্রথম ক‌রোনায় এক ব্যক্তির মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-21 16:02:23

গোপালগঞ্জে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসো‌লেশ‌ন ওয়া‌র্ডে মারা যান তিনি।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃত ওই ব্যক্তির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে।

জানা গেছে, মৃত ওই ব্যক্তি গোপালগঞ্জ শহরের মেডিকেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ দেখা দেয় তার। গত বুধবার তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা নিয়মানুযায়ী মরদেহ দাফন করবে।

উল্লেখ্য, গোপালগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। আর এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।

এ সম্পর্কিত আরও খবর