ঠাকুরগাঁওয়ে শপিংমলগুলো বন্ধ ঘোষণা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-26 18:02:49

সামাজিক দূরত্ব না মেনে ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঠাকুরগাঁওয়ে শপিংমলগুলো খোলা রয়েছে। তাই জেলার সব শপিংমলগুলো ১৮ মে থেকে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৭ মে) বিকেলে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

তিনি জানান, ঈদ উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত শর্তসাপেক্ষে গত ১০মে থেকে ঠাকুরগাঁওয়ে শপিংমলগুলো খোলা রাখে ব্যবসায়ীরা। কিন্তু গত কয়েকদিন ধরেই শপিংমলগুলোতে জনগণের উপচে পড়া ভিড় দেখা যায়। তাই ফের শপিংমলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৮ মে সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব শপিংমল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান খোলা থাকবে।

যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর