জমি নিয়ে বিরোধে কাটা পড়ল অর্ধশতাধিক গাছ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-26 14:47:43

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল শিক্ষিকার রোপণ করা বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) রাতের আঁধারে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্কুল শিক্ষিকা সুফিয়া খানম জানান, প্রায় ১১.৫০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করেছিলেন তিনি। রোববার সকালে উঠে দেখতে পান রাতের আঁধারে কারা যেন গাছগুলো কেটে ফেলেছে। প্রতিটি গাছই গোড়া থেকে কেটে রেখেছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় একটি পক্ষ তার জমি বিক্রি করে দেয়ার জন্যে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু জমি বিক্রিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে তাকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে একাধিকবার। জমি দখলের অংশ হিসেবেই দুর্বৃত্তরা তার বাগানের গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করেন সুফিয়া খাতুন।

এ ঘটনায় তিনি রোববার দুপুরে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর