ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় ভোলায় প্রস্তুতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2023-08-27 23:44:29

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় ভোলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

সভায় রেডক্রিসেন্ট, সিপিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আম্ফান মোকাবিলায় ভোলা জেলার ১১০০ শ্রয় কেন্দ্র প্রস্তুত রাখাসহ সিপিপি ও রেডক্রিসেন্টের ১০ হাজার ২০০ ভলান্টিয়ারসহ ৯২টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে নিরাপদে মানুষকে সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়ে‌ছে।

এ সম্পর্কিত আরও খবর