নওগাঁয় ৬৮ কেজি গাঁজাসহ গেপ্তার ৭

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2023-08-25 19:01:40

নওগাঁর মহাদেবপুরে ৬৮ কেজি গাজাঁসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।

সোমবার (১৮ মে) সকালে র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—রিপন হোসেন (৩৩), আলম ইসলাম (২৬), সেকান্দার (৪৫), শরীফ মিয়া (৩৪), আতাউর রহমান (২৮), মাহাবুব (২৮) ও রাসেল মিয়া (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে জেলার মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডে ব্যাংক এশিয়ার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬৮ কেজি গাঁজা, ১টি ট্রাক, ১টি পিকআপ, মাদক বিক্রির নগদ ৯৪ হাজার পাঁচশত টাকা, ১১টি মোবাইল সেট, ১৮টি সিম কার্ড ও ২টি মেমোরি কার্ড উদ্ধার করেন র্যাব সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার রিপন হোসেন (৩৩) মহাদেবপুর উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫-৬ সাল থেকে তিনি সক্রিয়ভাবে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত হন। ২০১১ সালে সরকারি চাকরিতে যোগদানের পরও তিনি নিয়মিত মাদকের বড় বড় চালান কুমিল্লা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সঙ্গে যুক্ত থাকেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিকটেস্থ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর