চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৪ জনকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-21 11:21:34

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গায় ২৪ জনকে ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতারা রয়েছেন।

সোমবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও ফিরোজ হোসেন।

জানা গেছে, সরকারি নির্দেশনা না মেনে সোমবার সকাল থেকে গোপনে চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেটের কিছু বিপণিবিতান ও অন্যান্য দোকানপাট খোলা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এরপর দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসহ ২৪ জনকে ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর