নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে নাটোর সদর উপজেলায় ৪৫৯ মেট্রিক টন এবং নলডাঙ্গা উপজেলায় ১৬০৯ মেট্রিক টনসহ ২০৬৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ।
সোমবার (১৮ মে) শহরের উত্তর বড়গাছা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর ওসি এলএসডি আবুল কালাম আজাদ প্রমুখ।
সদর ওসি এলএসডি আবুল কালাম আজাদ বলেন, এবার বোরো ধানের পাশাপাশি দুই উপজেলায় ৮২৪ মেট্রিক টন গম, ২৯৩৩ মেট্রিক টন সিদ্ধ বোরো ধানের চাল ও ৩৬২ মেট্রিক টন বোরো আতপ চাল কিনবে সরকার।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় বোরো ধান সংগ্রহ শুরু করেছি। এছাড়া গম, সিদ্ধ বোরো ধান ও আতপ চাল রয়েছে। আশা করছি প্রান্তিক কৃষকরা এই কার্যক্রমের সুফল পাবে।