ঘূর্ণিঝড় আম্পান: লক্ষ্মীপুরে ৬৬টি মেডিকেল টিম গঠন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-28 03:51:08

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে মেঘনা নদী উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়কালে ও পরবর্তীতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগে কর্মরত সবার ছুটিও বাতিল করা হয়েছে।

জেলা সিভিল সার্জন আবদুল গাফফার জানান, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগে কর্মরতদের ছুটি বাতিল করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় প্রতিরোধে জেলার ২০০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ৮২টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে সকল প্রকার সেবার জন্য জেলায় ০১৭৩৫০০৩৫৫৫, ০১৮১৯৫২৪৮০২ হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু রয়েছে।

মেডিকেল টিমকে সবসময় প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরতদের আশ্রয় কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর