ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, চেয়ারম্যানকে শোকজ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 04:45:01

করোনাকালীন হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও ত্রাণ আত্মসাতের প্রতিবাদে রাজবাড়ীর সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় চন্দনী বাসস্ট্যান্ডে উপজেলার তিন শতাধিক হতদরিদ্র নারী-পুরুষ এ মানববন্ধন করেন।

অন্যদিকে হতদরিদ্রদের নামের তালিকা ও ত্রাণ বিতরণে অনিয়মের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানকে শোকজ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান খান। শোকজের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন তিনি।

ডাউকি গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত আরশেদ আলীর স্ত্রী হতদরিদ্র হাজেরা বেগম বার্তা২৪.কম-কে বলেন, ‘এ পর্যন্ত আমি কোনো ত্রাণ পাইনি। এমনকি আমার বিধবা ভাতার কার্ডটা পর্যন্ত চেয়ারম্যান-মেম্বাররা করে দেয় নাই।’

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান খান বার্তা২৪.কম-কে বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠায় তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে শোকজের উত্তর দিতে হবে তাকে।’

চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, ‘ইউএনওর তাৎক্ষণিক নির্দেশে আমি ও আমার ইউপি সদস্যদের নিয়ে হতদরিদ্রদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে নামের তালিকা প্রস্তুত করে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘দ্রুত নামের তালিকা করতে গিয়ে কেউ বাদ পড়তে পারে এটাই স্বাভাবিক। চব্বিশ ঘণ্টার মধ্যে সরকারি কোনো সংস্থাও নির্ভুল নামের তালিকা তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না। এটিকে পুঁজি করে অনেকেই বিরোধিতা করছে বলেও তিনি মন্তব্য করেন।’

এ সম্পর্কিত আরও খবর