২ লাখ কোটি টাকা এডিপি অনুমোদন

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:41:40

২০২০-২১ অর্থবছরের ১ হাজার ৫৮৪ প্রকল্পের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই টাকা অনুমোদন করা হয়েছে।

এছাড়াও স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের জন্য নয় হাজার ৪৬৬ কোটি টাকা এডিপি অনুমোদন করেছে এনইসি। স্বায়ত্তশাসিত সংস্থাসহ এডিপির মোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১২কোটি টাকা।

দারিদ্র্য নিরসন ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার প্রতিবারের মতোই এবছরও দেশজ সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই এডিপি প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি),পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর