চাঁপাইনবাবগঞ্জে পুলিশসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-24 23:02:06

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে দুই পুলিশসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ জনে। জেলায় এই প্রথম পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হলো।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেলে ৬৪ জনের করোনার ফলাফল পাওয়া যায়। এদের মধ্যে ৫ জনের শরীরে করোনার অস্তিত্ব রয়েছে।

সূত্র আরও জানায়, করোনায় আক্রান্ত দুই পুলিশ সদস্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত। গত ১২ মে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে ওই ফাঁড়ির পুলিশ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১৯ মে) দুই পুলিশ সদস্যের ফলাফল পজিটিভ আসে। এছাড়া, সদর হাসপাতালে কর্মরত একজন মহিলা চিকিৎসক, গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীসহ নাচোলের একজন দিনমজুর করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আজ (১৯ মে )নতুন করে আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ২ জন পুলিশ, ১ জন চিকিৎসক, ১ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন দিনমজুর। তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর