কলকাতায় ১১২ গতির ঝড়ে আম্পানের তাণ্ডব

, জাতীয়

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:56:32

পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। এতে ভেঙে গেছে অনেক কাঁচা ঘরবাড়ি। উপড়ে পড়ছে গাছপালা। উপকূল এলাকায় বেড়েছে জলোচ্ছ্বাস।

উপকূলে আছড়ে পড়ার আগে থেকেই কলকাতায় তাণ্ডব শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। ঘণ্টায় ১১২ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যাচ্ছে। একইসঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ির টিন উড়ে গেছে। গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে।

কলকাতা পুলিশ জানায়, শহরের অন্তত ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া একাধিক পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া। আম্পানের তাণ্ডবে হাওড়ার শালিমারে এক কিশোরীর মাথায় টিন পড়ে মৃত্যু হয়েছে। তবে ওই কিশোরীর নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গে আঘাত হানার পর বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম শুরু করেছে। আগামী ৮ ঘণ্টার মধ্যে খুলনার সুন্দরবন হয়ে হাতিয়া দিয়ে সাতক্ষিরা, বরগুনা, যশোর অতিক্রম করে দুর্বল হয়ে যাবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। কয়েকটি বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে উপকূলের মানুষদের দ্রুত সাইক্লোন শেল্টারে নেওয়া হচ্ছে।

আম্পানের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর