পটুয়াখালীতে আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত ৪৮১৯৭০ মানুষ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-24 21:38:55

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২০ মে) সারা দিন বৃষ্টি হলেও রাতের জলোচ্ছ্বাসে সব থেকে বেশি ক্ষতি হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে, জেলার ৭৩টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় আঘাত হানে আম্পান। ঘূর্ণিঝড়ে এসব এলাকার ৪ লাখ ৮১ হাজার ৯৭০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৮টি উপজেলায় ৮১২১টি বাড়ি আংশিক এবং ২৩৫৫টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

এছাড়া বুধবার সকালে ঘূর্ণিঝড় আম্পানের সচেতনতামূলক কার্যক্রম চালাতে গিয়ে জেলার কলাপাড়া উপজেলায় নৌকা ডুবে একজন স্বেচ্ছাসেবক মারা যান। একই দিন সন্ধ্যায় জেলার গলচিপা উপজেলায় বাবা-মায়ের সঙ্গে সাইক্লোন শেল্টারে যাওয়ার পথে গাছ পড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় আম্পানের সতর্ক সংকেত জারি করার পর পরই ত্রাণ তৎপরতা শুরু করতে ২০০ মেট্রিক টন জিআর চাল, জিআর ক্যাশ ৩ লাখ টাকা, ৩ হাজার প্যাকেট শুকনা খাবার, ২ লাখ টাকার শিশু খাদ্য এবং গো খাদ্যের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়। এছাড়া সব উপজেলায় প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর