সাড়ে ৬ ঘণ্টা ঝড় বয়ে গেছে রাজবাড়ীতে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 16:20:41

আম্পানের প্রভাবে রাজবাড়ীর উপর দিয়ে একটানা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ঝড় বয়ে গেছে। সেই সঙ্গে একটানা হালকা বৃষ্টিও ছিল।

বুধবার (২০ মে) রাত ৯টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত ৬০-৭৯ কিলোমিটার বেগে রাজবাড়ীর উপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। সেই সঙ্গে ৫৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টির গতি ছিল। যা সন্ধ্যা ৬ থেকে ভোর ৬টা পর্যন্ত স্থায়ী ছিল।

এদিকে একটানা এতো দীর্ঘ সময় ঝড় ও বৃষ্টি কখনো দেখেনি রাজবাড়ীবাসী। মূলত বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি হলেও রাজবাড়ীতে এর তেমন প্রভাব পড়ত না কখনোই। কিন্তু এবারই আম্পানের প্রভাবে রাজবাড়ীবাসী দীর্ঘ সময় ঝড়ের সম্মুখীন হলেন।

ফরিদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ এস এম সূর্জুল আমিন বার্তা২৪.কমকে জানান, আম্পানের প্রভাবে এ অঞ্চল দিয়ে ৬০-৭৯ কিলোমিটার বেগে একটানা সাড়ে ৬ ঘণ্টা ঝড় বয়ে গেছে। সঙ্গে হালকা বৃষ্টিও ছিল। যার গতি ছিল ৫৭ দশমিক ৩ মিলিমিটার।

তিনি আরও জানান, রাজবাড়ীতে এর আগে একটানা এতো দীর্ঘ সময় কখনো ঝড় ও বৃষ্টি হয়নি। তবে ঝড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ সম্পর্কিত আরও খবর