রাজপথ-রেলপথ অবরোধের হুঁশিয়ারি পাটকল শ্রমিকদের

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-29 18:17:01

খুলনা: ঈদ উল আজহার পূর্বে মজুরি ও ঈদ বোনাসের দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সাপ্তাহিক বিলের দিনে মজুরি প্রদান না করার কারণে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে রাত সাড়ে ৯টায় স্ব স্ব মিলে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে খালিশপুরে শ্রমিক জনসভা, আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল, আগামী ১৯ আগস্ট রোববার এবং ২০ আগস্ট সোমবার ৪ ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন জানান, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে শ্রমিকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ জন্য বাধ্য হয়ে রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর