আম্পানের আঘাতে সুন্দরবনের ব্যাপক ক্ষতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-20 17:37:03

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পূর্ব সুন্দরবনের ভেতরে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশন, লাউডোব, দুবলা ও মরাপশুর ক্যাম্পের জেটি, ঘরবাড়িসহ অন্যান্য স্থাপনা এবং বনের গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঝড়ে কোনো জেলের নৌকা ডুবি বা জেলে নিখোঁজ নেই। এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে কেউ মারা যায়নি।

মোংলার পশুর নদীতে একটি ট্যুরিস্ট লঞ্চ ডুবে গেছে।

এদিকে ঝড়ো হাওয়ায় মোংলার পশুর নদীতে একটি ট্যুরিস্ট লঞ্চ ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সম্পর্কিত আরও খবর