গৌরীপুরে চার ব্যবসায়ীকে জরিমানা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-24 18:13:28

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় ময়মনসিংহের গৌরীপুরে শ্যামগঞ্জ বাজারের জুতা, প্রসাধনী ও কনফেকশনারিসহ চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রচারণা চালায় প্রশাসন। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও অযথা ঘুরাফেরা না করার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে নির্বিঘ্নে ব্যবসা শুরু করে। পরে বৃহস্পতিবার বিকেলে শ্যামগঞ্জে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সুবাহান মিয়ার ৫ হাজার, আল আমীন মিয়ার ৫ হাজার, ইদ্রিছ মিয়ার ৫ ও বিমল দাসের ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর