বিদেশ ফেরত ৮৭ শতাংশরই নেই কোন আয়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 12:42:34

সঞ্চয় দিয়ে তিন মাস বা তার বেশি সময় চলতে পারবেন এমন বিদেশ ফেরতের সংখ্যা ৩৩ শতাংশ। ৫২ শতাংশ বলছেন, তারা জরুরি ভিত্তিতে সরকার বা কারও কাছ থেকে আর্থিক সহায়তা চান। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারীর প্রভাব’ শীর্ষক একটি জরিপ করেছে ব্রাক।

বৃহস্পতিবার (২১ মে) রাতে এমন একটি জরিপের কথা জানিয়েছে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমন শুরুর পর চলতি বছরের জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত সময়ে দেশে ফেরত এসেছেন এমন ৫৫৮ জন প্রবাসী কর্মীর সঙ্গে কথা বলে ব্র্যাক ।

‘বিদেশফেরত অভিবাসী কর্মীদের জীবন ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারীর প্রভাব’ শীর্ষক একটি জরিপ করেছে। সেই জরিপে দেখা গেছে, ফেরত আসা অভিবাসী কর্মীদের ৮৭ শতাংশেরই এখন কোনো আয়ের উৎস নেই।

দুপুর ৩টায় অনলাইনে জরিপটির বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর