আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

, জাতীয়

নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 13:25:17

উপকূলে আঘাত হানতে গিয়ে টানা চার ঘণ্টার বেশি সময় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এই তাণ্ডব বেশি চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে গেছে সেখানে। এতে লন্ডভন্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের তাণ্ডব শেষে সুন্দরবন দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় আম্পান। এ সময় সাতক্ষীরা, খুলনা, বরগুনার, যশোর ও ঝিনাইদহে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে রাজশাহীতে প্রবেশ করে। সেখানে কয়েক ঘণ্টা তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর আম্পান আরও দুর্বল হয়ে রাজশাহী অঞ্চলে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে গত গত মঙ্গলবার (১৯ মে) থেকে উপকূলসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো বাতাসসহ হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী শনিবার(২৩ মে) পর্যন্ত দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন শেষের দিকে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময় ভ্যাপসা গরম বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনো চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে দুপুরের দিকে সংকেত নামিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আম্পানের প্রভাবে দমকা হাওয়াসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আগামী শনিবারের দিকে বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে। এ সময় তাপমাত্রা আরও বাড়বে। এর কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

বৃহস্পতিবার (২১ মে) রাতে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর