ব্রাহ্মণবাড়িয়ায় শপিংমল বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-26 08:41:37

ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল ব্যবসা কেন্দ্র ও শপিংমল বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাক্ষরিত এক পত্রে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন দোকান ও শপিংমল সমূহে বিপুল জনসমাগম ঘটেছে এবং ক্রেতা/বিক্রেতাগণ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলেন না। এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ও জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২২ মে সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সকল ব্যবসা কেন্দ্র ও শপিংমল বন্ধ রাখার আদেশ প্রদান করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জরুরি সেবা ও ঔষধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার ও সরকার ঘোষিত পরিসেবাসমূহ পূর্বের জারিকৃত নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এ সম্পর্কিত আরও খবর