নাটোরে আম্পানে ৬২ কোটি টাকার ফসলহানি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-25 12:34:54

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নাটোর জেলায় ৬২ হাজার ৬৭০ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে নাটোর জেলায় প্রায় ৬২ কোটি টাকার ফসলহানি হয়েছে।

তবে কৃষি বিভাগের হিসাবের চেয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

শুক্রবার (২২ মে) এ তথ্য জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সাহা।

তিনি জানান, আম্পানের প্রভাবে আম, লিচু, ভুট্টা, পাট, ধান ও খরিপ জাতীয় ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। শুধু আম ও লিচুর ক্ষতি হয়েছে ৫৪ কোটি টাকা।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে আর্থিক প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার (২০ মে) রাতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়বৃষ্টি হয় নাটোরে। এতে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর