বরিশাল বিভাগে তিনশ ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-30 05:26:44

বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে মোট ৩০৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৭ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন।

নতুন শনাক্তের মধ্যে পটুয়াখালীতে ছয়জন, ঝালকাঠিতে পাঁচজন, বরিশালে চারজন ও পিরোজপুরে তিনজন রয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, নতুন ১৮ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ১২৫ জন, পটুয়াখালীতে ৪০ জন, ভোলায় ১৭ জন, পিরোজপুরে ৪৪ জন, বরগুনায় ৪৯ জন ও ঝালকাঠিতে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের মুলাদীতে একজন, নলছিটিতে একজন, পটুয়াখালীর সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনার আমতলীতে একজন ও বেতাগীতে একজন রয়েছেন।

এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ সম্পর্কিত আরও খবর