ঈদের আগে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দীকে জামিনে মুক্তি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-09-01 10:44:31

ঈদের আগে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ জন বন্দীকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাদের জামিন দিয়েছেন দেশের বিভিন্ন শিশু ও কিশোর আদালতের বিচারক।

শুক্রবার (২২ মে) আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র আসার পর তাদের মুক্ত করা হয়।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান বার্তা২৪.কমকে জানান, সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি ও সমাজ সেবা অধিদফতরের বিশেষ উদ্যোগে এ জামিন আবেদন করা হয়। জামিনপ্রাপ্ত শিশুদের যার যার অভিভাবকের হাতে তুলে দেওয়া হচ্ছে।

জামিনপ্রাপ্তরা রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের ২৭টি জেলার বাসিন্দা। এছাড়া আরও কিছু শিশুকে এ জামিনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী তাহমিদ আকাশ জানান, ঈদের আগে ভার্চুয়াল আদালতে আবেদন করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দীর জামিন পাওয়া গেছে।

করোনা দুর্যোগের কারণে সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আদালতের কার্যক্রম সীমিত হয়ে যায়। যে কারণে সুপ্রিম কোর্টের নির্দেশনায় গত ১২ মে থেকে দেশের বিভিন্ন জেলায় ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিন শুনানির কার্যক্রম শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর