সিলেটে পরিবহন শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-22 21:20:04

সিলেটের দক্ষিণ সুরমায় বাস টার্মিনালে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় বিক্ষোভে হামলা চালানো হয়েছে। এতে ৩ শ্রমিক আহত হয়েছে।

শনিবার (২২ মে) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের নাম জানা যায়নি।

জানা গেছে, গতকাল শুক্রবার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে ত্রাণ দেয়ার দাবি জানায় শ্রমিকরা। তবে সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক সেই দাবি না মেনে শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ করে সিলেট আন্তজেলা বাস উপ-কমিটি ও সিলেট-ঢাকা মিতালী রোড উপ-কমিটি।

তবে এ বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় সেলিম আহমদ ফলিকের লোকজন। হামলায় ৩ শ্রমিক আহত হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় হামলার ঘটনা ঘটে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা উপ-কমিটিগুলোতে দেয়া আছে। তারা শ্রমিকদের আর্থিক সহায়তা করেছে। আর আমার জেলা কমিটিতে যে টাকা আছে তা শুধু কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে দেয়া হয়। এটা কল্যাণ তহবিলের টাকা নয়।’

এ সম্পর্কিত আরও খবর