নকল হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী জব্দ

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 16:36:30

বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জব্দ করেছে চাঁদপুর জেলা ডিবি পুলিশ।

শনিবার (২৩ মে) চাঁদপুর জেলা ডিবি পুলিশ চাঁদপুরের একটি বাসা থেকে বিশ্ববিখ্যাত ‘স্যাভলন’ ব্র্যান্ডের নকল পণ্য জব্দ করেছে। এ ঘটনায় কলিম নামে একজনকে আটকও করা হয়।

আটক ক‌লিম জানায়, করোনা প‌রি‌স্থিতি শুরুর পর থেকে এ ধরনের ভেজাল ও নকল স্যাভলন হ্যান্ড‌ওয়াশ, স্যানিটাইজার ঢাকা থেকে এনে চাঁদপুরের বিভিন্ন দোকানে বিক্রি করতো সে।

অভিযানে এক লিটারের ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার জব্দ করা হয়েছে।

এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার বিবরণ দিয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত এসপি তার ফেসবুক পেইজে লিখেন, ‘করোনা মহামারির এই সময়ে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। এই সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী শুরু করেছে বাজারে নকল পণ্য উৎপাদন এবং বিতরণ। ওই অসাধু ব্যবসায়ী শ্রেণিকে সহযোগিতা করছে প্রায় সব ধরনের খুচরা বিক্রেতা অর্থাৎ ফার্মেসির দোকানদার, ডিপার্টমেন্টাল স্টোর ও মুদি দোকানের ব্যবসায়ীরা। তারা অনেকটা জেনেশুনে নকল এবং মানহীন পণ্যগুলো নিজেদের দোকানে রাখছেন এবং ক্রেতাদের কাছে বিক্রির মাধ্যমে সরাসরি তাদেরকে প্রতারিত করছেন।

তাই ক্রেতারা সাবধান হোন সবার আগে, খুচরা ব্যবসায়ীরা এবং অসাধু উৎপাদনকারীরা আইনের আওতায় আসবে শীঘ্রই।’

এ সম্পর্কিত আরও খবর