মানিকগঞ্জে চোর নিয়ে বিপাকে পুলিশ!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-31 23:31:30

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা উমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। নির্মাণ কাজে ব্যবহৃত রড চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় জনগণ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাটুরিয়া থানা পুলিশ। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে নারাজ নির্মাণাধীন ভবনের কন্ট্রাকটর। আর রডসহ আটক হওয়া চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। এতে করে উদ্ধার হওয়া রড আর আটক দুই ব্যক্তিকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

রোববার (২৪ মে) সকালে সাটুরিয়া উপজেলার উমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এমন চিত্রই দেখা যায়। জব্দকৃত রডবোঝাই পিকআপ ভ্যানটি মাঠে জব্দ করে রাখা হয়েছে। এর পাশেই পিকআপ ভ্যানচালক শেখ আব্দুল মান্নান ও পিকআপ ভ্যান ভাড়া করা জনি সাহাকে দেখা যায়। চার দিকে জটলা করে রাখা জনতার মাঝে সার্বিক তথ্য সংগ্রহে ব্যস্ত সাটুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

এ বিষয়ে জানতে চাইলে এসআই শাহ আলম বলেন, নির্মাণাধীন ভবনের রডসহ পিকআপ ভ্যানচালক আব্দুল মান্নান (৫০) এবং পিকআপ ভ্যান ভাড়া করা যুবক জনি সাহাকে (২৫) আটক করেন স্থানীয়রা। কৈট্টা এলাকার শেখ তুফাজ্জুদ্দিনের ছেলে আব্দুল মান্নান আর একই এলাকার রবি সাহার ছেলে জনি সাহা। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ জানান, শুক্রবার রাতেও ধানকোড়া এলাকা থেকে চারটি গরু চুরি হয়। রোববার ভোরে বিদ্যালয়ের রড চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় রডসহ দুই ব্যক্তিকে আটক করা হলো। তবে স্থানীয় কিছু লোকের চাপের কারণে তাদের বিরুদ্ধে মামলা করতে অপারগতা প্রকাশ করেন ওই ভবনের কন্ট্রাকটর।

নির্মাণাধীন ভবনের কন্ট্রাকটর শামসুল আরেফিন জানান, প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে উমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নির্মাণ সামগ্রী বিদ্যালয়ের মাঠে রেখে ভবন নির্মাণের কাজ চলছে। সেখান থেকে রড চুরির সময় ধরা পড়েছেন দু’জন। কিন্তু তিনি কিছুটা অসুস্থ থাকায় এ বিষয় নিয়ে মামলা মোকদ্দমায় কোনো আগ্রহ নেই তার।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বার্তা২৪.কমকে বলেন, রডসহ আটক দুই ব্যক্তির বিষয়ে মামলা করতে চান না কন্ট্রাকটর। যার জিনিষ চুরি যায় বা উদ্ধার হয়, তিনি মামলা করতে না চাইলে আমরা কি করব। তারপরও উদ্ধার হওয়া রড এবং আটক দুই ব্যক্তিকে জিজ্ঞিসাবাদ করা হচ্ছে। মামলা না করলে কন্ট্রাকটরের কাছ থেকে মুচলেকা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরও খবর