রংপুরে করোনামুক্ত হলেন পুলিশ-নার্সসহ আরো ৫ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 03:49:13

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে পুলিশ, আনসার ও নার্স রয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে ওই পাঁচজনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেনে।

তিনি জানান, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা ৫ জনকে রোববার ছাড়পত্র দেয়া হয়েছে। তারা সবাই এখন শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাদের শরীরে করোনা নমুনার সবশেষ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বাড়ি ফেরাদের মধ্যে রংপুর সিটি করপোরেশনের আনসার সদস্য সিরাজুল ইসলাম (২৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স ভারতী রাণী (৫৫), লিফটম্যান জাকির হোসেন (৩৭) এবং পুলিশ সদস্য তসর আলী (৩৫) ও শাহরিয়ার (২৮) রয়েছেন।

তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী জানান, গত ১৩ মে সিরাজুল, পরের দিন ভারতী রাণী, ১৫ মে জাকির হোসেন এবং ১৭ মে তসর ও শাহরিয়ার করোনা নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাদের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরাদের হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান।

আজকের ৫ জনসহ রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫১ জন। বর্তমানে হাসপাতালে আরো ৩৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর