বেশি দামে মাংস বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-26 17:56:16

মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে গরু ও খাসির মাংস বিক্রির অপরাধে ৫ মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫ মাংস ব্যবসায়ীকে মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, মানিকগঞ্জে সরকারিভাবে গরুর মাংসের কেজি সাড়ে ৫শ টাকার স্থলে বিক্রি হচ্ছিল ৬শ টাকা। আর খাসির মাংসের কেজি ৭শ টাকার স্থলে ৮শ টাকা বিক্রি করা হচ্ছিল।

এছাড়া পশু জবাইয়ের পূর্বে প্রাণিসম্পদ অফিস থেকে উপযোগিতার প্রত্যয়নপত্র সহ জবাইকৃত পশুর গায়ে সিলমোহর নেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা মানছে না অধিকাংশ মাংস ব্যবসায়ী। এসব অনিয়মের অভিযোগ হাতে নাতে ধরার পর ৫ জনকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ভোক্তা অধিকারের অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অতনু রায়, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও ব্যাটালিয়ন আনসার সদস্য।

এ সম্পর্কিত আরও খবর