নেত্রকোনায় করোনা শনাক্ত ২০০ ছাড়াল, সুস্থ ৫৯ জন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-23 03:31:50

নেত্রকোনায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। সোমবার (২৪ মে) পর্যন্ত জেলায় মোট ২০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ জন এবং মারা গেছেন ২ জন।

এদিকে সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার জমাকৃত ১০৭টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরো ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

নতুন শনাক্তরা হলেন, জেলার কেন্দুয়া উপজেলার ৩ জন। তাদের মধ্যে উপজেলাটির কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের ২ জন, একই উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামের ১ জন এবং জেলার পূর্বধলা উপজেলা শিক্ষা অফিসের ১ জন।

এ বিষয়ে নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২৪ মে পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ছিল ৩ হাজার ১৬১টি। তার মধ্যে ২ হাজার ৯৬৪টির রির্পোট পাওয়া গেছে।

 

এ সম্পর্কিত আরও খবর