সামাজিক দূরত্ব মেনে বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 19:03:43

করোনার কারণে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় মিনিটে অনুষ্ঠিত হবে।

 ঈদের নামাজ পড়ে মোনাজাত করছেন এক মুসল্লি, ছবি: সুমন শেখ

এদিকে সকাল থেকেই মুসল্লিরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে প্রবেশ করেন। একে অপরের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে বসেন এবং খুব দ্রুত খুতবা শেষ করা হয়। এরপর শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি দোয়া করা হয়েছে সম্প্রতি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য।

 ঈদের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করছেন মুসল্লিরা, ছবি: সুমন শেখ

অন্যান্য মসজিদের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ক্ষেত্রেও ১৩ দফা শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্তে বলা হয়েছে, নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না, নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের, সবাইকে মাস্ক পরতে হবে, মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না, নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এ সময় মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান।

 

এ সম্পর্কিত আরও খবর