আড়াই মাস পর সচল নাটোরের চামড়া মোকাম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-23 07:27:28

টানা আড়াই মাস ছুটি ও লকডাউনের পর খুলেছে দেশের দ্বিতীয় বৃহত্তর চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়ৎগুলো। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত দুই দিনসহ আজ জেলার বিভিন্ন এলাকায় জবাই করা গরুর চামড়া কেনাবেচা শুরু হয়েছে বেশ কয়েকটি আড়তে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই কার্যক্রম চলছে।

সোমবার (২৫ মে) দুপুরে মোকামে সদ্য জবাইকৃত পশুর চামড়া আসতে দেখা গেছে।

আড়ৎদাররা জানান, করোনা পরিস্থিতিতে এবারের ঈদে মাংস ক্রয়ের জন্য অনেক ভোক্তা বাজারে আসার ঝুঁকি নিতে চাননি। তাই অনেকটা কোরবানির ঈদের মতোই ভাগে গরু ক্রয় করে জবাইয়ের পর মাংস ভাগ করে নেন তারা। সংখ্যায় অল্প জবাইকৃত সেসব গরুর চামড়াই মূলত বাজারে এসেছে, যা তারা ক্রয় করছেন। এখন কোরবানির মৌসুম না হওয়ায় চামড়ার আকার অনুযায়ী ক্রয়-বিক্রয় হচ্ছে।

জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম বলেন, 'করোনা পরিস্থিতির কারণে গত আড়াই মাস আমরা কেনাবেচা করতে পারিনি। তাছাড়া আমাদের অনেক টাকা বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের প্রতিটি ঘরের শ্রমিক-কর্মচারীরা বেকার হয়ে পড়েছে। সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনেই আজই প্রথম চামড়া কেনাবেচা শুরু হল। এতে আপাতত সচল হলো মোকামটি।

এ সম্পর্কিত আরও খবর