নীলফামারীতে ঝড়ে নিহত ১, ঘরবাড়ি বিধ্বস্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-29 05:59:02

নীলফামারীর ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে গাছ চাপা পড়ে ডোমারে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। উঠতি কাঁচা-পাকা বোরো ধান মাটিতে নুইয়ে পড়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিনা শবনম।

তিনি জানান, রোববার (২৪ মে) রাতে ডোমার উপজেলায় প্রচণ্ড ঝড় হয়। ঝড়ে ডোমার উপজেলার মির্জাগঞ্জ বাজারে একটি বট গাছ উপড়ে দোকানের উপর পড়ে। এ সময় দোকানের ভেতর বসে থাকা ৭ জন চাপা পড়ে। স্থানীয়রা ছুটে এসে ৬ জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বার্তা২৪.কমকে জানান, ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তা পাওয়া গেলে ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা জানা যাবে। জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর