ঈদের দিন ছিন্নমূল মানুষদের খাবার দিল গাইবান্ধা জেলা পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-09-01 17:49:08

করোনা পরিস্থিতিতে খাদ্যাভাবে থাকা গাইবান্ধার ছিন্নমূল মানুষজনকে রান্না করা খাবার দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২৫ মে) ঈদের দিন বিকেল গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে শহরের ডিবি রোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে খাবার বিতরণ করা হয়।

বিতরণ করা খাবারের মধ্যে ছিল— পোলাও, মাংস, পানির বোতল ও কোমল পানীয়।

খাবার পাওয়া ছিন্নমূল মানুষরা জানান, করোনার কারণে ঘরে বসে থাকায় আমারা ঠিকমতো খাবার পাচ্ছি না। ঈদের দিন পুলিশের হাতের খাবার পেয়ে আমরা আনন্দিত।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়ার বার্তা২৪.কমকে বলেন, করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া দিনমজুরদের গাইবান্ধা জেলা পুলিশ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর