হৃদরোগে ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:17:53

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আনোয়ারা বেগম।

মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মরদেহ নিয়ে যাওয়া হবে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটাতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আনোয়ারা বেগমের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম, হুইপ সামশুল হক চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর