করোনায় অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 11:19:08

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ মে) ভোররাত তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কয়েক দিন ধরে নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিলুফার মঞ্জুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী ও মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নাসিম মঞ্জুরের মা। সৈয়দ মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন।

নিলুফার মঞ্জুর মৃত্যুতে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর