আনোয়ারা রাব্বীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:39:02

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ মে) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী আনোয়ারা রাব্বীর রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আনোয়ারা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম, হুইপ সামশুল হক চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনোয়ারা রাব্বীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিন কন্যাসন্তানের জননী আনোয়ারা রাব্বী নাতি-নাতনি ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আরও পড়ুন: হৃদরোগে ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু

এ সম্পর্কিত আরও খবর