বাউফলে সাংবাদিক মিজানের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রেসক্লাবের নিন্দা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-31 19:05:15

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের রাজনৈতিক সহিংসতার মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি মো. মিজানুর রহমান মিজানকে আসামি করায় পটুয়াখালী প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এক যৌথ বিবৃতি দেয় পটুয়াখালী প্রেসক্লাব। 

বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় হুমকি। যেখানে প্রধানমন্ত্রী সাংবাদিকদের নির্ভয়ে লেখার স্বাধীনতা দিয়েছেন, সেখানে সত্য কথা লিখতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, তা আমাদের কারও কাম্য নয়। তাই আমরা অতিদ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের নাম প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। 

উল্লেখ্য, গত ২৪ মে বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস দাস নামে এক যুবলীগ কর্মী নিহত হন। সে মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ও আসামি করা হয়।    

এ সম্পর্কিত আরও খবর