লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ধান-ভুট্টার ব্যাপক ক্ষতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-26 00:22:21

লালমনিরহাটের পাঁচটি উপজেলার উপর দিয়ে শিলাবৃষ্টি বয়ে গেছে। এতে পাকা ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে এ শিলা বৃষ্টি হয়।

জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শিলা বৃষ্টি।

কৃষকরা জানান, জমিতে পাকা ধান রয়েছে। কিন্তু শ্রমিক সংকটের জন্য ধান কাটা যাচ্ছে না। শিলা বৃষ্টিতে ধান, ভুট্টা, করলা, শসাসহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ জানান, শিলাবৃষ্টিতে ধান, ভুট্টাসহ সবজির কিছুটা ক্ষতি হতে পারে। সব উপজেলা কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর