রাজধানীতে তীব্র কালবৈশাখী ঝড়ের আঘাত

, জাতীয়

নিউজ ডেস্ক | 2023-08-30 23:29:30

রাজধানীর উপর দিয়ে তীব্র মাত্রার কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ২টা এবং বুধবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে এই কালবৈশাখী ঝড় আঘাত হানে।

মঙ্গলবার সারা দিন প্রচণ্ড গরম ছিল। রাত ২টার দিকে হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী ঝড়। এ সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ছিল আধাঘণ্টা। এরপর বুধবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে ফের কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। তখন তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও মুষলধারে বৃষ্টি শুরু হয়।

বুধবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে আছে। রয়েছে মেঘের গর্জন ও বৃষ্টি।

মূলত এখন প্রকৃতিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময়। এ কারণেই প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও খবর