বগুড়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-30 18:11:36

বগুড়ায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১টায় এবং বুধবার (২৭ মে) ভোর সাড়ে ৪টায় জেলার উপর দিয়ে দুই দফা কালবৈশাখী ঝড় বয়ে যায়।

জানা গেছে, ঝড় এবং শিলাবৃষ্টিতে জেলার পশ্চিমাঞ্চলে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজি, ভুটা ও পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ছোট বড় অসংখ্য গাছ ও কাঁচা ঘর ভেঙে গেছে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বার্তা২৪.কমকে জানান, রাতে গ্রাফ পেপার খুঁজে না পাওয়ার কারণে ঝড়ের গতিবেগ পরিমাপ করা যায়নি। তবে বুধবার সকাল ৯টা পর্যন্ত ৮৭ দশমিক ৬ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর