টানা বৃষ্টিতে বরিশাল-ঝালকাঠিতে জলাবদ্ধতা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-24 21:41:53

চার ঘণ্টার টানা বৃষ্টিতে বরিশাল মহানগর ও ঝালকাঠি শহরের সড়ক তলিয়ে গেছে।

বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিট থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।

সরেজমিনে দেখা গেছে, অবিরাম বৃষ্টিতে বরিশাল নগরের বটতলা রোড, মুন্সীর গ্যারেজ রোড, আগরপুর রোড, বগুড়া রোড, কবি জীবননান্দ দাশ সড়কসহ নগরের বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ঝালকাঠি জেলা শহরের প্রধান বাজার, কামারপট্টি, কাপুড়িয়াপট্টি, পৌর খেয়াঘাটসহ জেলা শহরের প্রায় সবখানে সড়কগুলোতে বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। এছাড়াও গ্রামাঞ্চলেরও নিম্মাঞ্চল তলিয়ে গেছে বলে জানা গেছে।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান বার্তা২৪.কম বলেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ৮টা ১০ মিনিট থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এছাড়া এর প্রভাবে বৃষ্টিসহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানান আবহাওয়া অফিসের ওই পর্যবেক্ষক।

এ সম্পর্কিত আরও খবর