সংকটাপন্ন অবস্থা থেকে করোনামুক্ত হলেন পুলিশ আব্দুল মতিন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 11:43:11

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্য আব্দুল মতিন এখন সুস্থ। টানা এগারো দিন চিকিৎসাধীন থাকার পর করোনামুক্ত হওয়ায় তাকে  ছাড়পত্র দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে ওই পুলিশ সদস্যকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মে রংপুর পুলিশ লাইন্সের সদস্য আব্দুল মতিন (৫৪) সংকটাপন্ন অবস্থায় করোনা নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাদের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরা ওই পুলিশ সদস্যকে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকবৃন্দ ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি করতালি দিয়ে বিদায় জানান।

এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫৩ জন। বর্তমানে হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর