নারায়ণগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-30 08:43:42

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদী পরিবেষ্টিত কালাপাহাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় নিহত কিশোর আইয়ুব নবী (১৬) ইজারকান্দি এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আব্দুল হক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে ইজারকান্দি এলাকায় পাঠাগারের ভেতর জুয়ার আসর বসায় রাসেল ও তার সহযোগীরা। এ সময় নিষেধ করেন পাঠাগারের কেয়ারটেকার আইয়ুব নবী। এনিয়ে হাতাহাতি শুরু হলে আইয়ুবের পক্ষ নেন সাবেক ইউপি মেম্বার আব্দুল হক ও রাসেলের পক্ষ নেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আইয়ুব নবী। উভয় গ্রুপের আরও ১২ জন আহত হয়। খবর পেয়ে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল দু’পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহত আইয়ুব নবীর মাথায় গুলির চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পুনরায় সংঘর্ষ যাতে না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর