ট্রেনের ইলেকট্রিক ফিটিংস চুরির দায়ে প্রকৌশলী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:20:46

পার্বতীপুর দোলনচাঁপা এক্সপ্রেসের সিলগালা কোচের জানালা দিয়ে ঢুকে ইলেকট্রিক ফিটিংস চুরির সময় রেলের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (টেলিকম) আব্দুল মালেককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তিনি পার্বতীপুরে কর্মরত ছিলেন।

বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘যাকে ধরা হয়েছে (আব্দুল মালেক) তিনি বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা। আজকেই এ ঘটনা ঘটেছে। যেহেতু এখন ট্রেন চলাচল বন্ধ। তাই স্টেশনের সবগুলো ট্রেন সিলগালা অবস্থায় আছে। অর্থাৎ অনুমতি ছাড়া কেউই ট্রেনের ভেতর প্রবেশ করতে পারবে না।’

কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘একটা নির্দিষ্ট সময় পরপর বন্ধ থাকা ট্রেনগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ট্রেনটির সব যন্ত্রাংশ ঠিক আছে কিনা। তবে তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে সিলগালা অবস্থায় থাকা ট্রেনগুলোতে উঠে দেখতে হয়। কিন্তু রেলের এই প্রকৌশলী (আব্দুল মালিক) কাউকে না জানিয়ে একা একা দোলনচাঁপা এক্সপ্রেসের জানালা দিয়ে ঢুকে ট্রেনের ভেতর মোবাইলে চার্জ দেওয়া ইলেকট্রনিক ফিটিং খুলছিলেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাতে নাতে আটক করে। প্রাথমিকভাবে তিনি তার কোনো সঠিক জবাব দিতে পারেননি। আপাতত মামলা দায়ের করা হয়েছে। কাল কোর্টে চালান দেয়ার হবে।’

এ ঘটনার বিষয়ে তদন্ত কমিটি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিভাগীয় ব্যবস্থা নিতে রেলের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিসহ কমিটিতে আরও দুজন রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর