রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের নাম জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারুন এ্যান্থনী পল (৭৪), খাদেজা বেগম (৭০) এবং রিয়াজউল আলম (৪৫)।
বুধবার (২৭ মে) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এই নাম জানায়।
এর আগে বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে হাসপাতালের ভেতর থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন নিহতরা।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে ওই পাঁচ করোনা রোগী মারা গেছেন।