করোনা পরীক্ষায় প্রস্তুত নয় অনুমোদনপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল

, জাতীয়

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:43:04

করোনাভাইরাস মোকাবিলায় পরীক্ষার আওতা বাড়াচ্ছে সরকার। এরই মধ্যে করোনা পরীক্ষা করতে ১৩টি বেসরকারি হাসপাতালকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে সরকারের অনুমতি নিলেও এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেনি বেসরকারি হাসপাতালগুলো। আর যারা প্রস্তুত হয়েছেন তারাও আবার সরকার নির্ধারিত অর্থের বাইরে বাড়তি চার্জ নিচ্ছে।

অনুমোদনপ্রাপ্ত ১৩ হাসপাতালের মধ্যে ঢাকায় ১১টি ও ঢাকার বাইরে দুটি হাসপাতাল ও ল্যাব রয়েছে।

অনুমোদনপ্রাপ্ত হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সঙ্গে করোনা টেস্টের বিষয়ে কথা জানা যায়, এখনো করোনা টেস্টের জন্য প্রস্তুত হতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এমনকি বসানো হয়নি ল্যাবও।

কেউ কেউ বলছেন, অনুমোদনের ৮ দিন হলেও আরো সপ্তাহখানেক সময় লাগবে করোনা টেস্টের জন্য প্রস্তুত হতে।

রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য কর্মকর্তা রিফাত হোসেন বার্তা২৪.কমকে বলেন, করোনা টেস্টের অনুমোদন পেয়েছি আমরা। তবে এখনো কার্যক্রম শুরু করতে পারিনি।

কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, করোনা টেস্টের জন্য ল্যাবসহ অন্যান্য কাজ করতে কিছু সময় লাগে। সেটাই করা হচ্ছে।

ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসের তথ্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, কোভিড-১৯ টেস্টের অনুমতি পাওয়ার পর সব প্রস্তুতি শেষ। আগামী দুই-একদিনের মধ্যে পরীক্ষা শুরু করতে যাচ্ছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে রোগীর নমুনা সংগ্রহ করে নিয়ে এসে আমাদের ল্যাবে পরীক্ষা করব।

চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) তথ্য কর্মকর্তা রাশেদ বলেন, আমাদের এখানে করোনা পরীক্ষা করা হয় না। আমরা অনুমতি পেয়েছি ঠিকই। কিন্তু এখনই আমরা সবকিছু প্রস্তুত করতে পারিনি। এই পরীক্ষা করতে আমাদের এখনো সপ্তাহ দুই সময় লাগবে।

টিএমএসএস মেডিকেল কলেজ (বগুড়া) প্রশাসনিক কর্মকর্তা মো. সজিবুর রহমান বলেন, করোনা পরীক্ষা করার জন্য আমরা ১০ দিন আগে অনুমতি পেয়েছি। তবে আমাদের মেডিকেলে এখনো পরীক্ষা শুরু করতে পারিনি। এখন ল্যাবরুম প্রস্তুতের কাজ চলছে। আমাদের সপ্তাহখানেকের মধ্যে হয়ে যেতে পারে। তবে সঠিকভাবে বলা যাচ্ছে না কবে থেকে শুরু করতে পারব।

এসব বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা বার্তা২৪.কমকে বলেন, আমারা বেশ কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ পেয়েছি। তারা প্রস্তুত জেনেই কিন্ত আমরা তাদের অনুমতি দিয়েছিলাম। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আমাদের লোকবল খুব কম। আমরা বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছি। তাদের রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

অনুমোদন পাওয়া ঢাকার হাসপাতালের মধ্যে আছে এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। এসব হাসপাতালের বিরুদ্ধে আছে চার্জ বেশি নিয়ে করোনা টেস্ট করার অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর