বরিশালে বাইশ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-26 13:04:32

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করায় বরিশালে গত ২২ ঘণ্টায় ১০৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা বরিশাল বিভাগে চলতি বছরে এক দিনের সর্বোচ্চ। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৩১ কিলোমিটার।

বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিট থেকে শুরু করে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৬টা পর্যন্ত মোট ২২ ঘণ্টায় এই বৃষ্টির রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।

জানা গেছে, বৃষ্টিতে বরিশাল, ঝালকাঠির বিভিন্ন সড়কসহ উপকূলীয় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে। তবে এখন বৃষ্টির পানি নদী ও সাগরের নামতে শুরু করেছে। এছাড়া বৃহস্পতিবার সকালে থেকে শুরু হওয়া গুড়িগুড়ি বৃষ্টি বেলা বাড়ার সাথে সাথে কমে যায়।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান বার্তা২৪.কমকে জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করায় বৃষ্টি হলে এ বৃষ্টি রেকর্ড করা হয়।

এ সম্পর্কিত আরও খবর