হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, বজ্রপাতে আহত ৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-09-01 06:09:20

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ও বুড়িরচর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে ঝড়ে চারটি গ্রামের অন্তত শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে শিশুসহ চারজন আহত হয়েছে।

আহতরা হলো- সোনাদিয়া ইউনিয়নের কেঞ্জাখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে প্রিয়া বেগম, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে পিহাদ উদ্দিন , জামাল উদ্দিন ও আব্দুল মন্নান। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের আঘাতে সোনাদিয়া ও বুড়িরচর ইউনিয়নে গ্রামের শতাধিক কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। এছাড়াও কয়েকটি ঘরের উপরের চাল বাতাসে উড়ে চলে গেছে। এ সময় ছোটাছুটি করতে গিয়ে বজ্রপাতে ৪ জন আহত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর